ইস্টবেঙ্গল কর্তার বিরোধিতায় মাঠে নামা হচ্ছে না মহামেডানের

0
747

দ্য কলকাতা মিরর ব্যুরো :আগামী মাসের প্রথম সপ্তাহেই মাঠে নেমে পরার পরিকল্পনা সারা ছিলো সেই মতো প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন ক্লাব কর্তারা কিন্তু ইস্টবেঙ্গল সহ সচিব ড: শান্তিরঞ্জন দাসগুপ্তের বিরোধাতার জেরে আপাতত মাঠে নামা হচ্ছে না মহামেডানের l

সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে দ্বিতীয  ডিভিশন আই লীগ, কিন্তু দীর্ঘদিন মাঠের বাইরে কাটানোর পর দুম করে খেলায় নেমে পড়লেই তো হয় না তার জন্যে পর্যাপ্ত অনুশীলন প্রয়োজন তাই তাঁদের যেন আগস্টের প্রথম সপ্তাহে মাঠে নামার অনুমতি দেওয়া হয়, এই কথা গতকাল মহাকরণে রাজ্য স্পোর্টস কাউন্সিলের বৈঠকে সাদা কালো কর্তারা তুলে ধরা মাত্র রে রে করে ওঠেন ইস্টবেঙ্গলের ওই চিকিৎসক-কর্মকর্তা l

তিনি বলেন রাজ্যে যেভাবে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তার মধ্যে অগাস্ট মাসে অনুশীলন শুরু করতে চাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয় l

গোটা ঘটনায় মহামেডান কর্তারা বেশ বিরক্ত, সচিব ওয়াসিম আক্রাম দ্য কলকাতা কলকাতা মিররের সাথে কথা বলতে গিয়ে স্পষ্টতই শান্তিরঞ্জন বাবুর উপর ক্ষোভ উগরে দেন l তিনি বলেছেন, ‘ বৈঠকটা ছিলো রাজ্য স্পোর্টস কাউন্সিলের কথা হচ্ছিলো মহামেডান প্রসঙ্গে সেখানে শান্তিরঞ্জন বাবু এটা বলার কে, যে আমরা কবে থেকে মাঠে নামবো না নামবো l” তিনি আরও বলেন, “দেখুন আমাদের সামর্থে যা যা ছিলো আমরা করেছি ভালো দল গড়েছি ভালো বিদেশী সই করিয়েছি এর পর রাজ্য সরকার যদিও আমাদের মাঠে নামার অনুমতি না দেয় তবে আমাদের সামনে দল তুলে নেওয়া ছাড়া পথ খোলা থাকবে না l আমি সমর্থকদের কাছে দায়বদ্ধ l”

ওয়াসিম আক্রাম আরও যোগ করেন, “50 জনকে নিয়ে বন্ধ ঘরে বৈঠক হতে পারে কিন্তু খোলা মাঠে 25 জন কে নিয়ে অনুশীলন করলেই যত সমস্যা এটা মেনে নেওয়া কঠিন l তবে আমার সরকারের প্রতি পূর্ণ আস্থা আছে আমি মনে করি তাঁরা আমাদের পরিস্থিতি বিবেচনা করে সঠিক পদক্ষেপই নেবেন l”

আগামী 4ঠা অগাস্ট ক্রীড়া মন্ত্রীর সাথে বৈঠকে বসার কথা মহামেডান ও ভবানীপুর কর্তাদের সেখানেই ঠিক হবে প্লাজা-কিংসলে রা কবে মাঠে নামবে l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here