কিশোর কুমারের শ্রদ্ধার্ঘে মান্না দে’র গান, ফের হাসির খোরাক দিলীপ ঘোষ

0
26

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতে বাংলার সংস্কৃতির জগতে নামী মানুষের সংখ্যা কম নয়। এযুগেও পুরনো দিনের গান অনেকেরই প্রিয়। পুরনো দিনের গান বলতে মান্না দে কিংবা কিশোর কুমারের মতো শিল্পীর গান। কিন্তু বরেণ্য শিল্পীদের গান যদি একটু উলোট পালট হয়ে যায়, তাহলে রক্ষে নেই। সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় সমালোচনার ঝড়। যেমনটি এদিন হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ক্ষেত্রে।

তবে গণ্ডগোলটা এমন হয়েছে যে, নিজের ফেসবুক পোস্টে জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী কিশোর কুমারের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

কিশোর কুমারের জন্মদিনে এমন একটি গানের কথা দিলীপ ঘোষ উল্লেখ করেছেন, যা আদৌ কিশোর কুমারের নয় মান্না দের। আর এহেন ভুলে ফের হাসির খোরাক হয়ে উঠলেন তিনি। 

সেখানে লিখেছেন – “জিন্দেগী কৈসি হ্যায় পাহেলী হায়, কভি তো হাসায়ে কভি য়ে রুলায়ে ……একদিন সপ্নো কা রাহি, চলা জায়ে সপ্নো সে আগে কাঁহা …”। গানটি আদৌ কিশোর কুমারের গাওয়া নয়, আরেক জনপ্রিয় সংগীতশিল্পী মান্না দে’র। এটি ফেসবুকে দিলীপ ঘোষ পোস্ট করার পর অনেকেই ভুলটি তাঁকে ধরিয়ে দিয়েছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ ঠাট্টা-ইয়ার্কিও শুরু হয়েছে। অনেকেই তাঁর ন্যূনতম সংস্কৃতি চর্চা নিয়ে মজা করছেন। কেউ কেউ আবার বলছেন, বিজেপি রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়া টিম অতি কাঁচা। তাই এত বড় একটা ভুল করে বসল।

তবে এই প্রথম নয়, এর আগেও দিলীপ ঘোষ ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমনই বড়সড় ভুল করে বসেছিলেন। কখনও মোহনবাগান দিবসে ভুল করে মোহনবাগনের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন। তো কখনও ইস্টবেঙ্গলের নাম ভুল বলে পোস্ট। তা নিয়ে বেজায় শোরগোল পড়তেই অবশ্য পোস্ট সরিয়ে দেওয়া হয়েছিল। তবে আজ, কিশোরের জন্মদিনে মান্না দে’র গানের লাইন দেওয়া পোস্টটি এখনও অটুট। আর তাই সমালোচনা থামেনি এখনও। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here