নিখরচায় চক্ষু পরীক্ষা শিবির

0
17

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের অর্থাৎ সিএসজেসি-‌র প্রচেষ্টায় এবং নাগরিক স্বাস্থ্য সঙ্ঘের সহযোগীতায় মঙ্গলবার সিএসজেসিতে কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। ক্রীড়া সাংবাদিকদের পাশাপাশি আত্মীয় পরিজন চক্ষু পরীক্ষা শিবিরে অংশ নেন। ময়দানের বিভিন্ন ক্লাবের মালিদেরও চক্ষু পরীক্ষা করা হয়। মোট ৫২ জনের চোখের পরীক্ষা করার পাশাপাশি রক্তচাপ পরীক্ষা করা হয়। প্রয়োজে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয়।

ক্রীড়া সাংবাদিকদের উদ্যোগকে উৎসাহ দিয়ে গেলেন প্রাক্তন জাতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস। নিজের চোখ পরীক্ষা করান। নাগরিক স্বাস্থ্য সঙ্ঘের সভাপতি কুঞ্জ বিহারী আগরওয়াল ও সচিব বিকাশ চাঁদ চান্দক ভবিষ্যতেও সিএসজেসির সঙ্গে পথ চলার অঙ্গীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here