ভূমিকম্পে মৃত্যু তুরস্কের ফুটবলারের

0
13

দি ক্যালকাটা মিরর ব্যূরো :‌ ক্রিস্টিয়ান আতসুকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও, ভূমিকম্পে মৃত্যু হল তুরস্কের এক গোলকিপারের। আহমেত এয়ুপ তুর্কসালানের দেহ ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছিল। ভূমিকম্পের দিন থেকেই তিনি নিখোঁজ। পুলিশ এবং উদ্ধারকর্মীরা শেষপর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে দেহ উদ্ধার করেন। তুর্কসালানের মৃত্যুর খবর ক্লাবের টুইটার হ্যান্ডেলে লেখা হয়, ‘‌ভূমিকম্পে প্রাণ হারিয়েছে আমাদের গোলকিপার আহমেত এয়ুপ তুর্কসালান। ওকে আমরা কোনওদিন ভুলব না।’‌ ইয়েনি মালাতিয়াস্পরে খেলতেন।

তুর্কসালানের স্ত্রীকে কুবরাকে আগেই উদ্ধার করার পর এখন হাসপাতালে। বাঁচানো যায়নি তুরস্কের গোলকিপারকে। তুরস্কে নিজের দেশের ক্লাবেই খেলেন ২৮ বছরের কিপার তুর্কসালান। বুগসাস্পর, ওসমানলিস্পর, উমরানিয়েস্পরে খেলার পর ইয়েনি মায়াতিয়াস্পরে যোগ দেন। ভূমিকম্প কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। ভূমিকম্পের পর নিখোঁজ ছিলেন ফুটবলার ক্রিস্টিয়ান আতসু। ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা চেলসির প্রাক্তন ফুটবলার আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here