দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অপেক্ষার অবসান হচ্ছে। দীর্ঘ ২৫ বছর পর উত্তর কলকাতার শহর বিধানগর সংলগ্ন ফুলবাগানের মানুষ পেতে চলেছে ভূগর্ভস্থ ট্রেন স্টেশন। সেকথাই রাখতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল। আগামী রবিবারই চালু হচ্ছে ফুলবাগান স্টেশন। রবিবারই উদ্বোধন হবে নতুন এই স্টেশনের। আর সোমবার থেকে স্টেশনটি ব্যবহার করতে পারবেন সাধারণ যাত্রীরা।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম ভূগর্ভস্থ স্টেশন এই ফুলবাগান। গত ফেব্রুয়ারিতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের সময় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন যে পুজোর আগেই ফুলবাগান স্টেশনটি চালু করার চেষ্টা করছেন তাঁরা। সেই মতো রেলের আধিকারিকরা কোমর বেঁধে নেমে পড়েন আর তাদের সেই চেষ্টা অবশেষে বাস্তব।


এর মধ্যেই এই ভূগর্ভস্থ পথে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। এমনকি শেষ ৬ মাসের লকডাউনের মধ্যেও কাজ চলেছে। আর এই ফাঁকেই স্টেশনটির অডিটও সেরে ফেলেছেন রেলের সেফটি কমিশনার। সেই জন্যেই জলদি মেলে এই ছাড়পত্র। আর সেকারণেই আনলক ফাইভের শুরুতেই চালু হয়ে যাচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর নতুন স্টেশন।
সূত্রের খবর, রবিবার বিকেল ৪টে নাগাদ স্টেশনটির উদ্বোধন হবে। আর সোমবার থেকেই সেক্টর ফাইভ ও ফুলবাগানের মধ্যে চলবে মেট্রো। মেট্রো সূত্রে জানা গিয়েছে এটি কলকাতার ১৬তম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন আর শনিবার থেকেই যাত্রী পরিষেবার মক ড্রিল করবে তারা।
ফুলবাগান মেট্রো স্টেশন চালু হলেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রেন চলবে প্রায় শিয়ালদা পর্যন্ত। কারণ লাইন বদলাতে ট্রেনগুলিকে সুড়ঙ্গ দিয়ে যেতে হবে শিয়ালদায়। তবে শিয়ালদা স্টেশনের কাজ বাকি থাকায় এখনো পরিষেবা চালুর এই মূহুর্তে কোনও পরিকল্পনা নেই সেখানে। এই নতুন স্টেশন চালু হলে কলকাতায় মেট্রো পথের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৩৫ কিলোমিটার।