29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    31শে জুলাই মুক্তি পাচ্ছে কুণাল খেমুর ‘লুটকেস’

    দ্য কলকাতা মিরর ব্যুরো : করোনা সংকটে তালাবন্ধ থিয়েটার। তাই এখন ওটিটি প্ল্যাটফর্মকেই ছবি মুক্তির রাস্তা হিসাবে বেছে নিয়েছেন একাধিক প্রযোজকরা। ইতিমধ্যেই সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অমিতাভ-আয়ুষ্মানের গুলাবো সিতাবো কিংবা নওয়াজের ঘুমকেতুর মতো ছবি। ২৪শে জুলাই সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।  বেচারা মুক্তির পরের শুক্রবার অর্থাৎ ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে কুণাল খেমু ও রসিকা দুগ্গলের ‘লুটকেস’। সোমবার ছবি মুক্তির তারিখ ঘোষণা করল ডিজনি প্লাস হটস্টার। পাশাপাশি ছবির নতুন পোস্টারও সামনে এল এদিন।পোস্টার শেয়ার করে নিয়ে কুণাল টুইট বার্তায় জানান ‘আমি দারুণ খুশি আর একসঙ্গে এক্সাইটেড তোমাদের সঙ্গে এই খবরটা শেয়ার করে নিতে পেরে। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আমরা তোমাদের কাছে লুকটেস নিয়ে পৌঁচ্ছে যাচ্ছি সব সুরক্ষার কথা মাথায় রেখে একদম বাড়িতে। ছবির পোস্টারে দেখা মিলল সুটকেস হাতে দৌড়াচ্ছেন কুণাল,পিছনে রসিকা। প্রেক্ষাপট একটি বড় শহরের চাউল। মাটিতে সাজনো রয়েছে সারি সারি ২০০০ টাকার নোট।পোস্টারে দেখা মিলল রণবীর শোরে, গজরাজ রাও এবং বিজয়েরও। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজেশ কৃষ্ণান।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...