চার বন্ধুর কাহিনী এবার ওয়েবে

0
26

দ্য কলকাতা মিরর ব্যুরো : চলচ্চিত্র নির্মাতা তিগমা়ংশু ধুলিয়ার পরিচালনায় ‘ইয়ারা’ জনসমক্ষে আসছে চলেছে চলতি মাসের শেষ দিকে (30 জুলাই, 2020)। “জি ফাইভে” মুক্তি পেতে চলা এই ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে বিদ্যুৎ জাম্মওয়াল, অমিত সাধ, বিজয় ভার্মা, শ্রুতি হাসান, কেনি বসুমাতারী ও সঞ্জয় মিশ্রকে। ‘পান সিং টোনার’,’সাহেব বিবি আর গাংস্টার’ সহ একাধিক ছবির পরিচালক তিগমা়ংশু ধুলিয়ার এই ছবিটি ফ্রেঞ্চ ফিচার ফিল্ম এ গ্যাং স্টোরির রূপান্তর।  চার বন্ধুর ছেলেবেলা থেকে একসাথে বেড়ে ওঠা ও অপরাধ জগতের সঙ্গে জড়িত উত্থান পতনের কাহিনী জড়িয়ে এই থ্রিলারে। ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই । উত্তরপ্রদেশের পাশাপাশি নেপালে বেশ কিছু হেরিটেজ সাইটে শুট হয়েছে দৃশ্যপট। “বন্ধুত্বই একমাত্র সিমেন্ট যা বিশ্বকে একত্রে ধরে রাখতে পারে, একসাথে বেড়ে ওঠা বন্ধুদের এবং তাদের ভ্রমণের গল্পের কাহিনী ফুটে উঠেছে” বলে অভিমত অভিনেতা বিদ্যুৎ জাম্মওয়ালের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here