26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    ভারতের আকাশে উড়তে চলেছে ৩০ টি রাফায়েল যুদ্ধ বিমান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০১৯ লোকসভা ভোটে তৎকালীন কংগ্রেসের সর্বভারতীয়  সভাপতি রাহুল গান্ধী রাফায়েল যুদ্ধ বিমান ইস্যুতে নরেন্দ্র মোদি আর বিজেপিকে বিদ্ধ করতে একদিনের জন্যেও ক্লান্ত হয়ে ওঠেন। রাহুল গান্ধী রাফায়েল যুদ্ধ বিমান ইস্যুতে দুর্নীতির গন্ধ পেয়েছিলেন। আর সেই রাফায়েল যুদ্ধ বিমান সাম্প্রতিক ভারত চীন সীমান্ত বিবাদের প্রেক্ষিতে ভারতীয় বিমান বাহিনী পেতে চলেছে মোট ৩০ টি।
    এই ৩০ টি রাফায়েল যুদ্ধ বিমানের সঙ্গে ভারত পাবে আরও ৬ টি রাফায়েল যুদ্ধ বিমান। এই ৬ টি যুদ্ধ বিমান রাফায়েল যুদ্ধ বিমান উড়ানোর প্রশিক্ষণ দেবেপাইলটদের। প্রশিক্ষণের জন্য ৬ টি রাফায়েল যুদ্ধ বিমান দুই সিটের এবং মূল ৩০ টি রাফায়েল যুদ্ধ বিমানের সঙ্গে প্রযুক্তিগত দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। এই যুদ্ধ বিমান খাতে ভারত মোট ৫৮,০০০ হাজার কোটি টাকা খরচ করবে।
    সূত্র মারফৎ জানা গিয়েছে, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে রাফায়েল যুদ্ধ বিমান পূর্ব লাদাখ সেক্টরে উড়তে দেখা যাবে। 
    ইতিমধ্যেই ভারত রাফায়েল যুদ্ধ বিমান নিয়ে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে। ভারতের মাটিতে রাফায়েল যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ, হ্যাঙ্গার নির্মাণ সহ আনুষঙ্গিক পরিকাঠামো তৈরিতে প্রায় ৪০০ কোটি টাকা খরচ করে ফেলেছে ভারত। এই যুদ্ধ বিমানের ডিজাইন এবং রক্ষণাবেক্ষণ করেছে ফরাসী বিমান বাহিনী এবং ফরাসী নৌ বাহিনী যৌথভাবে।  আর এই যুদ্ধ বিমানের আধুনিকীকরণ করেছে ফ্রান্সের  প্রতিরক্ষা প্রতিষ্ঠান স্যাফরান। ৬০ কিলোমিটারের মধ্যে আকাশ থেকে ভূমিতে অবস্থিত যেকোন টার্গেটকে ধূলোয় মিশিয়ে দিতে এই যুদ্ধ বিমানের জুড়িমেলা ভার। ক্রুজ মিশাইল এবং এম আই সি এ যুদ্ধের উন্নত প্রযুক্তিতে সুসজ্জিত রাফায়েল যুদ্ধ বিমান। রাফায়েল যুদ্ধ বিমানের প্রথম স্কোয়াড্রন মোতায়েন হতে চলেছে পূর্ব লাদাখে। আর এই যুদ্ধ বিমানের দ্বিতীয় স্কোয়াড্রন মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাঁটিতে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...