রাজনীতি থেকে সরে আসলেন মেহতাব

0
101

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:চব্বিশ ঘণ্টাও কাটেনি তাঁর রাজনীতিতে যোগদানের কিন্তু তারমধ্যেই রাজনীতিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ইস্ট-মোহনের মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেন l
গতকাল বিকেলেই বিজেপির রাজ্য সদর দপ্তরে গিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিলো ময়দানের ভিকির,  কিন্তু চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সামনে এলো তাঁর রাজনীতি থেকে সরে আসার খাবর l
মেহতাবের ঘনিষ্ট সূত্রের মতে তাঁর রাজনীতিতে যোগদান নাকি ভালো ভাবে নিচ্ছিলেন না তাঁর বহু অনুরাগী এবং শুভানুধ্যায়ীরা l কাল বিকেলের পর থেকেই বহু ফোন এবং মেসেজ আসতে থাকে  তাঁর কাছে, এমনকি তাঁর পরিবারও চাইছিলো না তাঁকে রাজনৈতিক নেতার বেশে দেখতে l তাদের আবেগকে সম্মান জানিয়েই রাজনীতিকে বিদায় জানালেন মেহতাব l মেহতাব ইতিমধ্যেই তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ সহ বিজেপি নেতাদের l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here