প্রয়াত হলেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক

0
27

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক ব্যারি জার্মান আর নেই। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৫৯ থেকে ১৯৬৯ পযর্ন্ত অসিদের হয়ে ১৯টি টেস্ট খেলেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

জার্মানের টেস্ট অভিষেক হয় ১৯৫৯ সালে, ভারতে বিপক্ষে কানপুরে। কুইন্সল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়ালি গ্রাউটের পরিবর্তে নির্বাচকরা তাকে ভারত সফরে পাঠান। এই  সফরে অজি ড্রেসিংরুমের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি।

১৯৬৭-৬৮ মরশুমে দলের নিয়মিত মুখ হয়ে ওঠেন জার্মান। ছিলেন অ্যাশেজ সফরেও। চোটের কারণে সেবার বিল লরি দল থেকে ছিটকে যাওয়ায় হেডিংলি টেস্টে দলকে নেতৃত্বও দেন তিনি। জার্মান নিজের শেষ টেস্ট খেলেন ঘরের মাঠ অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here