সৌম্যজিৎ কর
‘রেড মেশিন’ ব্রিগেডে সই বঙ্গসন্তানের। আসন্ন আই লীগে গোয়ান ক্লাব চার্চিলের তেকাঠির তলায় দেখা যাবে বছর তেইশের দেবনাথ মন্ডল কে। পেয়ারাবাগান অঞলের সুরেশ মন্ডল ও সুমিতা মণ্ডলের কনিষ্ঠ পুত্র দেবনাথের গোলকিপিং য়ের হাতঘড়ি মাত্র তেরো বছর বয়সে বাঁশদ্রোণী মিলন সঙ্খ ক্লাবে দীপু স্যারের অধীন। সুব্রত পালের অন্ধভক্ত দেবনাথ মন্ডল শেষ মরসুমে এটিকে রির্জাভ দলের হয়ে প্রতিনিধিত্ব করে দ্বিতীয় ডিভিশন আই লীগে। সুঠাম চেহারার অধিকারী গোলরক্ষক দেবনাথ প্রথমবার আই লীগের ম্যাচে নামার জন্য মুখিয়ে , এদিন সে ফোনে জানান “নিজের সেরাটা দিয়ে জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত হওয়াই প্রাথমিক লক্ষ্য “। এটিকে ছাড়াও ইস্টবেঙ্গল (অনূদ্ধ পনেরো দল) ,মোহনবাগান একাডেমী, ডালহোসী, মহমেডান অ্যাথলেটিক্ ক্লাবের জার্সিতে প্রতিনিধিত্ব করেছে সে।