ক্যারিবিয়ানে দ্বীপপুঞ্জে অনুশীলন সর্বাণীর

0
46

দ্য কলকাতা মিরর ব্যুরো : বিশ্বজোড়া করোনা মহামারী আতঙ্কের মাঝেই প্রথম ভারতীয় ট্রাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ হিসেবে প্রতিযোগিতা মূলক ইভেন্টে অংশগ্রহণ করলেন ওড়িশার সর্বাণী নন্দা।    জামাইকার আসেনহেইম স্টেডিয়ামে আয়োজিত “ভেলোসিটি ফেস্ট মিটিং” এর মহিলাদের 100 মিটার ইভেন্টে 11.78 সেকেন্ড সময় করে হিটে তৃতীয় স্থানে শেষ করে রিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব কারী এই দৌড়বিদ।ভেলোসিটি ফেস্ট মিটিংয়ে এমভিপি ট্রাক ক্লাবের হয়ে নেমেছিলেন তিনি। সর্বাণী ছাড়াও অলিম্পিক চ্যাম্পিয়ন ইলিনে থম্পসন ও শেলি ফ্রেজার কেও নামতে দেখা গিয়েছে।  টোকিও 2021 কে লক্ষ্য রেখে জোরকদমে চলছে নন্দার অনুশীলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here