ধনতেরাসের দিন সোনা নয়, বাড়িতে কিনে আনুন একখানা ঝাড়ু ! পাবেন শুভ সংবাদ

0
19

The Calcutta Mirror Desk : 

ধনতেরাসের দিন সোনা নয়, বাড়িতে কিনে আনুন একখানা ঝাড়ু। তা হলেই হবে অর্থলাভ। অনেকের বিশ্বাস এটাই। আর পুরাণ কী বলছে? সত্যিই কি এমনটা করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন ? ধনতেরাসের (Dhanteras) দিন সোনা কেনা যে শুভ, তা কমবেশি সকলেরই জানা। তবে সোনার যা দাম, তাতে সকলের তো আর সামর্থ থাকে না লাখ টাকা দিয়ে সোনার কিছু জিনিস কেনার। তাই এই দিনে অনেকেই রূপো, পিতলের জিনিসও কেনেন। আর দেখা যায় অনেককে ঝাড়ু কিনতে।

আসলে অনেকের বিশ্বাস এদিন একটা নতুন ঝাড়ু কিনলেও নাকি পাওয়া যায় মা লক্ষ্মীর আশীর্বাদ। পুরাণ মতে, ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক। কারণ তা ঘরের ময়লা ও অশুভ শক্তি দূর করে। তাই অনেকের বিশ্বাস ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে বাড়ির দারিদ্র্য দূর করে সমৃদ্ধি আনা সম্ভব।
একই সঙ্গে এও বিশ্বাস করা হয়, এদিন নতুন ঝাড়ু কিনলে বছরের বাকি সময় ঘরে অর্থ ও শান্তি বজায় থাকে, ঋণ থেকে মুক্তি মেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here