ব্যস্ততার মধ্যে একটু সময় পেলেই পরিবারকে সাথে নিয়ে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখে প্রত্যেক বাঙালি। ঘুরতে যাওয়াটা যেন প্রত্যেক বাঙালির রক্তে মিশে আছে। কিন্তু ঘুরতে গিয়ে প্রতারণার কবলে পড়ছেন নাতো? পরিবারকে সাথে নিয়ে ঘুরতে গিয়ে বিপদে পড়তে পারেন আপনি। এমনটিই সতর্ক করেছেন সাইবার বিশেষজ্ঞরা।এখন বেশিরভাগ লোকেই ঘুরতে যাওয়ার আগে ঝামেলা এড়াতে হোটেল বুকিং করতে ব্যবহার করে থাকে অনলাইনমাধ্যম, আর সেখানেই এখন ছড়িয়ে রয়েছে প্রতারণার জাল। কি সেই প্রতারণার জাল?
ছুটির বাজারে পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। বাইরে ঘুরতে গিয়ে হোটেল খোঁজার ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকেই অনলাইন মাধ্যমকে বেছে নিচ্ছেন হোটেল বুকিং করার জন্যে। অনলাইনে হোটেলের ছবি, এলাকা দেখে পছন্দ হলেই ফোন করছেন অনলাইনে দেওয়া ফোন নম্বরে। সাইবার বিশেষজ্ঞদের দাবি অনলাইনে দেওয়া নম্বরে ফোন করে বুকিং করতে চাইলে বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় অনলাইনে টাকা পাঠিয়ে বুকিংকরতে। আর সেখানেই প্রতারণার ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ।
কলকাতার নামকরা কলেজের অধ্যাপক কালিপদ সাহু। কিছু অধ্যাপক বন্ধুর পরিবারকে সাথে নিয়ে এভাবেই পুরীতে ঘুরতে যাবার পরিকল্পনা করেন তারা। 30 জনের দল নিয়ে পুরি যাবার আগে পুরীতে হোটেল ঠিক করে রাখতে অনলাইন মাধ্যমিকে বেছে নেন তিনি। এরপরে অনলাইনে একটি হোটেল পছন্দ হলে সেই ওয়েবসাইটে দেওয়া নম্বরে যোগাযোগ করেন তিনি। বুকিং করতে গেলে তাকে 60% টাকা ব্যাংক ট্রান্সফার করতে হবে বলে ফোনের ওপারে থাকা ব্যক্তি টি জানান। তিনি সেইমতো অনলাইনে টাকা পাঠিয়ে দেয়, কিন্তু সপরিবারে বন্ধুবান্ধবদের নিয়ে পুরীতে ঘুরতে গিয়ে বিপদে পরে 30 জনের দলটি। অনলাইনে যে তিনটি ভোগ করেন তিনি সেখানে গিয়ে দেখেন তার নামে ওই হোটেলে কোন বুকিং নেই, বা তার কোন টাকা তাদের একাউন্টে জমা পড়েনি। অধ্যাপক কালিপদ বাবুর কথায় ‘ আমি যখন ওই নাম্বারে ফোন করে রুম নম্বর কিছুতেই সেই রুম নম্বর দেয় না তখনই সন্দেহ হয়েছিল পরে হোটেলে গিয়ে বড় বিপদে পড়ি। এরপরই কেষ্ট পুরের বাসিন্দা কালিপদ বাবুর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিভিন্ন সাইবার ক্রাইম থানার পুলিশ দেবজ্যোতি দে নামক একজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর ফোন নাম্বার পরিবর্তন করে প্রতারণার ফাঁদ পেতেছিল এই যুবক।
ভ্রমণ পিপাসু বাঙালি যেকোনো সময়ে পড়তে পারেন এ ধরনের বিপদে তাই সে বিপদে এরাতে ‘টু ওয়ে ভেরিভিকেশন’ এর পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। বিধান নগর পুলিশের সাইবার ক্রাইম থানার অফিসার ইনচার্জ বিদিত মন্ডলের দাবি ‘ এখন মানুষ সহজলভ্য জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, প্রতিটা মানুষের উচিত অনলাইনে পাওয়া নম্বরটি ঠিক কিনা সেটা যাচাই করা। টাকা লেনদেন করার আগে একবার টু ওয়ে চেক করা উচিত’। কিভাবে বুঝবেন আপনি প্রতারিত হচ্ছেন কিনা? এ বিষয়ে সাইবার বিশেষজ্ঞদের দাবি ‘বুকিং করার আগে ওই হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া উচিত এবং প্রয়োজনে স্থানীয় থানায় গিয়ে নির্দ্বিধায় খোঁজ নিতে হবে এই নাম্বারটি ঠিক কিনা।’ সামনেই ছুটির মরসুম সেই ছুটিতে ঘুরতে গিয়ে বিপদে যাতে না পড়তে হয় তাই বিশেষজ্ঞদের মতকে প্রাধান্য দেওয়া বাঞ্ছনীয়।