দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ফের পিছিয়ে গেলো অজয় দেবগণ অভিনীত ‘ময়দান’ ছবির মুক্তির দিন । প্রাথমিকভাবে স্থির ছিল চলতি বছরের 27শে নভেম্বর মুক্তি পাবে ভারতীয় ফুটবলের সুবর্ণ যুগের কারিগর সৈয়দ আব্দুল রহিম ওরফে রহিম সাহেবের জীবনের উপর আধারিত এই ছবি এরপর নতুন তারিখ হিসেবে ঠিক হয় 11ই ডিসেম্বর, রুপোলী পর্দায় রহিম সাহেবের ভূমিকায় যাকে দেখা সেই বাংলার জামাই অজয় এবার জানান আরও আট মাস পিছিয়ে আগামী বছর 13ই আগস্ট মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি।
ছবিটির নতুন পোস্টারের পাশাপাশি অজয় টুইটারে ঘোষণা করেন “২০২১ সালের স্বাধীনতা সপ্তাহে মুক্তি পাবে একটি অবিশাস্য গল্প যা প্রতিটি ভারতীয়কে গর্বিত করে তুলবে। ১৩ ই আগস্ট তারিখটি চিহ্নিত করুনl”
অমিত শর্মার পরিচালিত এই ছবি হিন্দি ছাড়াও তামিল,তেলেগু, মালায়লামে ভাষায় মুক্তি পাবে। ইতিমধ্যেই কলকাতায় মহমেডান স্পোটিং ক্লাব ও চন্দননগরে হয়ে গিয়েছে ছবির শুটিং পর্ব। ছবিতে গুরুত্ব পূর্ন চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ এছাড়াও তিন প্রধানে খেলা মনানদীপ সিংহকেও দেখা যাবে এই ছবিতে l