দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউডে ফের নক্ষত্রপতন। ইমরান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুতের পর এবার সরোজ খান, লকডাউন ও পরবর্তী সময়ের পরিস্থিতিতে ক্রমশ দীর্ঘ হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের চেনা মুখের হারিয়ে ফেলার তালিকা। গতকাল মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় “মাস্টার জি” র।
বেশ কিছুদিন ধরেই স্বাসকষ্টজনিত সমস্যার অসুস্থ থাকা সরোজ খান মুম্বাইয়ের বান্দ্রার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা পরীক্ষা হলেও রিপোর্ট আসে নেগেটিভ। চিকিৎসকদের তরফে জানা যায় মূলত ঠান্ডাজনিত কারণেই তার স্বাসকষ্ট হচ্ছিলো। মৃত্যুকালে তার বয়স ছিলো সত্তরোর্ধ্ব।
১৯৪৮ সালে জন্ম নেওয়া সরোজ খানের বলিউড কেরিয়ার শুরু শিশু শিল্পী হিসেবে। পঞ্চাশের দশকে নৃত্যশিল্পী হিসেবে বেশ কিছু সিনেমায় কাজ করেন। এরপর ৭০’এর দশকে সহকারী নৃত্য পরিচালক হিসেবে কাজ শুরু করেন সরোজ খান। কোরিওগ্রাফার হিসেবে গত চার দশকের বেশী সময় ২ হাজারের মতো গানের কোরিওগ্রাফি করেছেন তিনি। ১৯৮০’র দশকে শ্রীদেবী ও মাধুরি দিক্ষীতের মত বলিউড তারকাদের সাথে কাজ করা শুরু করার পর বলিউডে পরিচিত নাম হয়ে ওঠেন তিনি। তার মৃত্যুতে মাধুরী ট্যুইটে করে জানান ” বলিউডে সরোজ বিয়োগে আমি বিধ্বস্ত, চিরকাল আমি তার প্রতি কৃতজ্ঞ। খুব ভালো মানুষকে হারালাম আমরা, আমি তোমায় মিস করব “। এছাড়াও তার প্রয়াণে শোকবাতা দেন বিগ বি, অক্ষয় কুমার, তাপসী পান্নু,রীতেশ দেশমুখের মতো তারকা রা। তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত কিংবদন্তীর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে ।