ঘরে ফিরিয়েছেন সোনু সুদ, তারকার নামেই দোকান খুললেন ওড়িশার শ্রমিক

0
39

দ্য কলকাতা মিরর ব্যুরো :ভালোবাসার প্রতিদান। লকডাউনের সময় ওড়িশার ৩২ বছরের শ্রমিককে নিরাপদে ঘরে ফিরিয়েছিলেন সোনু সুদ। এবার সেই কৃতজ্ঞতার প্রতিদানে অভিনব কাণ্ড ঘটালেন ওড়িশার যুবক। ঘরে ফিরে নিজের একটি ওয়েল্ডিংয়ের দোকান খুলেছে সে। সেই দোকানের নাম রাখলেন অভিনেতা সোনু সুদের নামে।
কেরল থেকে প্রশান্তকে ওড়িশায় নিজের শহরে ফেরার ব্যবস্থা করে দিয়েছিলেন সোনু সুদ। গত ২৯শে মে প্রশান্ত সহ বেশ কয়েকজন পরিযায়ীর জন্য কেরল থেকে বিশেষ বিমানের ব্যবস্থা করেন সোনু সুদ।কোচি এয়ারপোর্টের কাছে এক কম্পানিতে প্লামবার (কলের মিস্ত্রী) হিসাবে কাজ করতেন প্রশান্ত। প্রতিদিন ৭০০ টাকা মজুরির ভিত্তিতে কাজ ছিলো তার। তবে লকডাউন শুরুর পর কাজ ও চলে যায়। জমানো টাকাও সব ফুরিয়ে আসছিল। এমত অবস্থায় কেরল থেকে ওড়িশা ফেরবার কোনও শ্রমিক স্পেশ্যাল ট্রেন না মেলায় দুশ্চিন্তার কালো মেঘে ঘনাতে থাকে। অগত্যা ভরসার একমাত্র আলো সোনু ফেরার ব্যবস্থা করেন তাদের।  ওড়িশার শহরতলি হাতিনাকে একটা ওয়েল্ডিংয়ের দোকান খুলেছেন প্রশান্ত,সেই দোকানের নাম রাখলেন-‘সোনু সুদ ওয়েল্ডিং ওয়ার্ক শপ’। ভূবনেশ্বর থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত হাতিনা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here