দ্য কলকাতা মিরর ব্যুরো : শহিদ দিবস উপলক্ষ্যে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভায় এনআরসি,সিএএ সহ একাধিক ইস্যু তে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় নিশানার ঘণ্টা খানেকের মধ্যেই মেহতাবের মত তারকা ফুটবলার কে দলে টেনে বড় চমক দেখাল বঙ্গ বিজেপি। লাল-হলুদ,সবুজ-মেরুণ কিংবা জাতীয় দলের জার্সিতে একাধিক ম্যাচে জয়ের কাণ্ডারি বুটজোড়া তুলে রাখার পর সাময়িক কোচিংয়ে আসলেও এবার বেছে নেওয়া রাজনীতির ময়দান। করোনা আবহে রাজ্যের রাজনৈতিক জগতের নিঃসন্দেহে অন্যতম বড় চমক এটি। শেষ বিধানসভা ভোটে বিজেপির হয়ে লড়াই করা ষষ্ঠী দুলের সঙ্গে বিজেপি অফিস পৌঁছান মেহতাব। সেখানেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেহতাবকে গেরুয়া শিবিরে স্বাগত জানান পতাকা তুলে দিয়ে । প্রাক্তন ফুটবলার ভিকি বলেন, “অনেকদিন ধরেই সাধারণ মানুষের জন্য কিছু করতে চাইছিলাম। কিন্তু তার জন্য যে রাজনীতিতে যোগ দেওয়াটা জরুরি, সেটা অনুভব করি। সেই জন্যই এই ময়দানে পা রাখলাম।” | | |