দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আসন্ন দ্বীতিয় ডিভিশন আই লীগের আগে মহামেডান স্পোর্টিং এজে কিংসলে-উইলিস প্লাজার মতো ফুটবলার সই করিয়ে শক্তিশালী দল গড়ার পথে অগ্রসর হলেও এখনো কোচ ঠিক করে উঠতে পারেনি, আর এমত অবস্থাতেই বিনা পারিশ্রমিকে মহামেডানে কোচিং করানোর ইচ্ছে প্রকাশ করলেন ভারতীয় ফুটবলের কনিষ্টতম এ লাইসেন্সধারী কোচ ইয়ান ল l
মহামেডান কর্তাদের ভূয়সী প্রশংসা করে ইয়ান এক অনলাইন আড্ডায় জানান, যখন তাঁর কাছে পাঞ্জাব এফসি’র প্রস্তাব আসে তখন তিনি মহামেডানের যুব দলের প্রশিক্ষক রূপে চুক্তিবদ্ধ ছিলেন কিন্তু মহামেডান কর্তারা নির্দ্বিধায় তাঁকে পাঞ্জাব এফসিতে যোগদানের ছাড়পত্র দেন l এজন্য তাঁদের কাছে তিনি কৃতজ্ঞ l তিনি আরও বলেন মহামেডান তাঁকে ডাকলে তিনি বিনা পারিশ্রমিকে কোচিং করাতে প্রস্তুত l
গত মরশুমে মহামেডানকে সাফল্য এনে দেওয়া নাইজেরিয় কোচ শাহিদ রামোনের এ লাইসেন্স না থাকার দরুন মহামেডান কর্তাদের একজন লাইসেন্সধারী কোচ নিতেই হবে এখন দেখার সেটা ইয়ান হন না অন্য কেউ l
দিনক্ষণ ঘোষণা না হলেও সূত্রের খবর সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুতে বসতে চলেছে দ্বীতিয় ডিভিশনের আসর, আর তার আগে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে মাঠে নেমে পরতে চান ব্ল্যাক প্যান্থার’রা l