আইপিএল শুরু 19সে সেপ্টেম্বর

0
62

দ্যক্যালকাটা মিরর ব্যুরো : সবকিছু ঠিকঠাক চললে 19 সেপ্টেম্বর শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ত্রয়োদশতম সংস্করণ। বিসিসিআই সূত্রে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

ভারতে করোনা পরিস্থিতি বিক্রাল রূপ ধারণা করায় এ বছর ভারতে আইপিএল আয়োজন সম্ভব নয়, তার বদলে সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্টটি করার মনস্থির করেছে বিসিসিআই।

বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে 19সে সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল এবং ফাইনাল খেলা হবে 8ই নভেম্বর। টুর্নামেন্টের মোট 60টি ম্যাচ স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হবে দুবাই, আবু ধাবি এবং শারজাতে।

প্রসঙ্গত, 29সে মার্চ থেকে আইপিএল শুরুর কথা থাকলেও করোনা মহামারীর কারণে টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।

চলতি সপ্তাহের গোড়াতে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত নেয় আইসিসি। এরপর আইপিএলের চূড়ান্ত রূপরেখা ঠিক করতে আসরে নেমে পরেন সৌরভ গাঙ্গুলী-জয় শাহরা। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here