দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইস্টবেঙ্গল কি আদতেও ইনভেস্টর যোগাড় করে আইএসএল খেলতে পারবে? ময়দানের বটতলায় এটাই যেন মিলয়ন ডলার প্রশ্ন l উত্তরের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন লালহলুদের লক্ষ লক্ষ সভ্য-সমর্থক থেকে শুরু করে বাংলার ফুটবল মহল l
গত সপ্তাহেই কোয়েসের থেকে স্পোর্টিং রাইটস এবং এনওসি ফিরে পেলেও এখনো নতুন ইনভেস্টর কে হবেন তা নিয়ে মূখে কুলুপ এঁটেছেন ক্লাব কর্তারা l তবে প্রকাশ্যে কিছু না বললেও লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব তাঁবুতে কান পাতলে শোনা যাচ্ছে নতুন ইনভেস্টর জোগাড়ের কাজে অনেকটাই এগিয়ে গেছেন নিতু-কল্যাণরা l আগামী মাসের প্রথম সপ্তাহেই নাকি হতে চলেছে সেই বহু প্রতীক্ষিত ঘোষণা l
সূত্রের খবর প্রবাসী ভারতীয় প্রসূন মুখোপাধ্যায়ের কোম্পানির সাথে অনেক দূর কথা বার্তা এগিয়েছে লাল হলুদের l কার কাছে কত শতাংশ শেয়ার থাকবে তা নিশ্চিত হলেই ঘোষণা করা হবে নতুন ইনভেস্টরের নাম l কোয়েসের সাথে হওয়া তিক্ত অভিজ্ঞতা স্মরণে রেখে ক্লাব একান্ন শতাংশের বেশি শেয়ার ছাড়তে রাজি নয় এদিকে নতুন ইনভেস্টরের দাবি আশি শতাংশ, তবে ক্লাব কর্তারা মনে করছেন দ্রুত এই জট কাটিয়ে উঠতে পারবেন তাঁরা l পাশাপাশি এক গুচ্ছ কোস্পনসর আনার চেষ্টাও চালাচ্ছেন তাঁরা l