দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার নিরিখে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন যোগ্য।
৮ হাজার শূন্যপদে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ —
Employment No.— Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2023
পদের নাম— Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar
মোট শূন্যপদ— MTS- ৪৮৮৭ টি। Havaldar- ৩৪৩৯ টি।
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় অথবা মাদ্রাসা থেকে মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বয়সসীমা— CBN বিভাগের ক্ষেত্রে প্রার্থীরা নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। CBIC বিভাগের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা হল ২৭ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।