The Calcutta Mirror Desk , Pallab : সাপ কামড়ালেই বিষক্রিয়া হবে তার কোনও মানে নেই। কারণ বিষহীন সাপের কামড়ে বিশেষ কোনও ক্ষতি হয় না। আর বিষধর সাপের বিষ রক্তের সঙ্গে মিশে গেলেই প্রাণহানির সংকট দেখা দেয়। যদিও সময়মতো চিকিৎসা হলে প্রাণ বাঁচানো সহজ হয়। এ প্রসঙ্গে বলা ভালো যে, বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে। মাত্র ১৫ শতাংশ সাপ বিষধর।
কয়েকটি লক্ষণ দেখলেই বুঝতে পারবেন সাপে কামড়ানো ব্যক্তির বিষক্রিয়া হচ্ছে কিনা। কিছু ক্ষেত্রে কোন সাপে কামড়েছে তাও বোঝা যায় লক্ষণ দেখে।
– রোগীর শরীরে দুটি পিন ফোটানোর মতো রক্তাক্ত দাগ দেখা দেয়।
– সেই জায়গা জুড়ে ফুলে উঠে লালচে হতে থাকে।
– সাপে কাটা ব্যক্তির দু চোখের পাতা বন্ধ হয়ে আসে।
– কামড়ের স্থানে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে।
– চোখের সামনে রোগী সবকিছু ঝাপসা দেখেন।
– রোগীর ঢোক গিলতে অসুবিধা হয় এবং গলা বন্ধ হয়ে আসে।
– শরীর ফুলতে থাকে।
– শ্বাস নিতে অসুবিধা হয়।
– বমি হতে শুরু করে এবং মুখ দিয়ে গ্যাঁজলা বের হয়।