ঘর্মাক্ত গরম দক্ষিণবঙ্গে ! উত্তরে স্বস্তি

0
11

The Calcutta Mirror Desk , Pallab : ঝড়-বৃষ্টির হাত ধরে গত কয়েকদিন পারদ বেশ কিছুটা নেমে গিয়েছিল । কিন্তু, এবার হবে উল্টোটা ৷ পারদ ফের চড়তে শুরু করবে। অস্বস্তিকর ভ্যাপসা গরমে জেরবার হতে হবে বাংলাকে । আজ (সোমবার) আইপিএলের খেলা রয়েছে ইডেনে। সেখানে ঝড়-বৃষ্টি বাধা হবে না বলেই পূর্বাভাস রয়েছে। বরং ঘর্মাক্ত গরমে দর্শকদের খেলা দেখতে হবে।

আজ উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, দক্ষিণের কয়েকটি জেলায় কয়েক পশলার সম্ভাবনা থাকছে। বৈশাখের গরম তার চেনা ছন্দে ফিরতে পারে চলতি সপ্তাহেই। দক্ষিণবঙ্গে 2 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে । বাকি জেলাগুলিতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তারপর থেকে দক্ষিণের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here