The Calcutta Mirror Desk, Pallab : চাই না কারওর মধ্যস্থতা, ফেরাতে হবে পাক অধিকৃত কাশ্মীর। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ভারত পাকিস্তান সংঘাত ইস্যুতে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শনিবার কথা হয় প্রধানমন্ত্রী মোদীর। সেখানে তাঁর দাবি, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। বর্তমান পরিস্থিতির নিরিখে একটাই পথ রয়েছে, তা হল পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফিরিয়ে দেওয়া। এটা ছাড়া তাদের সঙ্গে আলোচনার আর কোনও পথ নেই।
সেই প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘তারা জঙ্গিদের আমাদের হাতে তুলে দেওয়ার কথা বলে, সেই নিরিখে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে পারি। এটা ছাড়া আমাদের আর কোনও বক্তব্য নেই। আর এই ইস্যুতে কোনও মধ্যস্থতাকারীরও প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না।’