The Calcutta Mirror Desk, Pallab : ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে। তবে অপারেশন সিঁদুর এখনও জারি রয়েছে, স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার এই বিবৃতি নিঃসন্দেহে কাঁপুনি ধরাবে পাকিস্তানের। রবিবার তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করে এ খবর জানানো হয়েছে।
এ দিন বায়ু সেনার ওই পোস্টে লেখা হয়, যে দায়িত্ব দেওয়া হয়েছিল, ইন্ডিয়ান এয়ারফোর্স (IAF) সফল ভাবে তা পালন করেছে। অভিযানে নিঁখুত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করেছে তারা। একই সঙ্গে লেখা হয়েছে, অপারেশন এখনও চলছে। বিস্তারিত জানানো হবে। IAF-র আর্জি, কোনও রকম অনুমানের ভিত্তিতে এবং কোনও তথ্য যাচাই না করে কেউ যেন কোনও তথ্য না ছড়ায়।
পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। এর পরই ৭ মে অপারেশন সিঁদুরের কথা জানায় ভারতীয় সেনা। এই অপারেশনে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ দিকে দেশের জঙ্গিডেরা ধূলিসাৎ হতেই আক্রমণাত্মক হয়ে ওঠে পাকিস্তান। পাকিস্তান থেকে ড্রোন-মিসাইল হানা দেয় ভারতের সীমান্তে।
যদিও ভারতের সমরসজ্জার সামনে মিশে যায় সে সব। তবে গত তিন দিনে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। এরই মধ্যে শনিবার দু দেশের DGMO-র সম্মতিক্রমে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়। তবে পাকিস্তান সে সবের তোয়াক্কা না করেই ফের সন্ধ্যায় জম্মু, শ্রীনগর, আখনুর, কাশ্মীরে শেলিং, মর্টারিং শুরু করে।