কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব ও আমার ট্রি গ্রুপের উদ্যোগে মন্দারমণিতে স্পোর্টস মিউজিয়াম

0
2

দ্যা ক্যালকাটা মিরর :কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব ও আমার ট্রি গ্রুপের উদ্যোগে সোমবার পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে স্পোর্টস মিউজিয়ামের উদ্বোধন হল।

আন্দ্রে রাসেলের হেলমেট, ঋদ্ধিমান সাহার ব্যাটিং গ্লাভস, অলিম্পিয়ান দীপা কর্মকারের জার্সি, ২০২৪ সালের আইপিএল চ্যাম্পিয়ান কেকেআরের পুরো দলের সাক্ষর করা জার্সি, মহেন্দ্র সিং ধোনির জার্সি থেকে শুরু করে ক্রীড়া জগতের বহু কিংবদন্তির নানা সামগ্রী নিয়ে আজ থেকে পথ চলা শুরু করল অভিনব এই স্পোর্টস মিউজিয়াম।

এদিনের অনুষ্ঠানে কিংবদন্তি অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার, অর্জুন পুরষ্কারপ্রাপ্ত প্রাক্তন মহিলা ফুটবলার শান্তি মল্লিক ও ফুটবলার সৌভিক চক্রবর্তী হাজির ছিলেন স্পোর্টস মিউজিয়ামের উদ্বোধনে। সাধারণের জন্যও খুলে দেওয়া হলো এই মিউজিয়াম। অনুষ্ঠান ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here