The Calcutta Mirror Desk :
কালীগঞ্জ উপনির্বাচনের ভোট গণনা চলছে। ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের প্রাপ্ত ভোট ২৮,০৭১। কালীগঞ্জে দ্বিতীয় স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই BJP এবং বাম-কংগ্রেসের। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ, তাঁর প্রাপ্ত ভোট ১১,১২৪। কালীগঞ্জে তৃতীয় স্থানে বাম-কংগ্রেসের প্রার্থী কাবিলউদ্দিন শেখ, তাঁর প্রাপ্ত ভোট ১১০৭৭। ষষ্ঠ রাউন্ড শেষে কালীগঞ্জে নোটায় ৫৫৩টি ভোট পড়েছে।
এদিকে আজ বিধানসভার বাদল অধিবেশন উত্তপ্ত হতে পারে। এর আগে গত শুক্রবার পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষ ক্রীড়া বিশ্ববিদ্যালয় বিল নিয়ে আলোচনা হয়। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বলার সময় শাসকপক্ষ তুমুল বাধা দেয়।
অধিবেশন ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। আজ বিধানসভায় থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর উপস্থিতিতে গত শুক্রবারের রেশ ধরে আজও প্রতিবাদ বিক্ষোভ দেখাতে পারেন বিজেপি বিধায়করা।