মরশুমের প্রথম ডার্বিতে জয় পেল ইস্টবেঙ্গল !

0
1

The Calcutta Mirror Desk , Pallab : 

হাড্ডাহাড্ডি লড়াই ছোটদের ডার্বিতে। কলকাতা লিগে এক দারুণ ম্যাচের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। মরশুমের প্রথম ডার্বিতে জয় পেল ইস্টবেঙ্গল। রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলে জয় পেল লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন জেসিন টিকে, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং ডেভিড লালহানসাঙ্গা। মোহনবাগানের হয়ে ডার্বি ম্যাচে গোল পেলেন কিয়ান নাসিরি ও লিওয়ান কাস্তানহা। তবে জয় পেল না সবুজ-মেরুন ব্রিগেড।

ডার্বির ইতিহাসে এতদিন ৪০১ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ১৩৭টায় জিতেছিল ইস্টবেঙ্গল, মোহনবাগানের জয় ছিল ১৩৫টি ম্যাচে। শনিবার আরও একটা ডার্বি জিতে হেড-টু-হেড লড়াইয়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।

কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৯ মিনিটেই লিড নেয় লাল-হলুদ ব্রিগেড। এডমুন্ড লালরিনডিকার ও সায়ন বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে ওয়ান-টু খেলে আক্রমণে ওঠেন। সায়নের পাস থেকে গোল করতে ভুল করেননি জেসিন টিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here