The Calcutta Mirror Desk :
১৫ আগস্ট, ভারতের ইতিহাসের একটি সোনালি দিন। ১৯৪৭ সালের এই দিনেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে ভারত স্বাধীনতা লাভ করেছিল। জন্ম হয়েছিল একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রের। প্রতিবছর এই দিনে দেশজুড়ে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। হয় পতাকা উত্তোলন। সাংস্কৃতিক কর্মসূচি এবং দেশপ্রেমের আবেগে ভরপুর থাকে নানা অনুষ্ঠান।
তবে ২০২৫ সালের স্বাধীনতা দিবস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে এক প্রশ্ন ঘোরাফেরা করছে। সেই প্রশ্ন হল, এ বছর কি ভারত তার ৭৮তম স্বাধীনতা দিবস পালন করবে, নাকি ৭৯তম ? যদি কেউ ২০২৫ সাল থেকে ১৯৪৭ সাল বিয়োগ করেন, তবে পাওয়া যাবে ৭৮ বছর।
এই সংখ্যা আসলে নির্দেশ করে যে, স্বাধীনতার পর কত বছর অতিবাহিত হয়েছে। কিন্তু উদযাপনের সংখ্যা একবছর বেশি হবে। কারণ প্রথম স্বাধীনতা দিবস ছিল ১৯৪৭ সালের ১৫ আগস্ট। তাই ২০২৫ সালে উদযাপন হবে ৭৯তম স্বাধীনতা দিবসের।