The Calcutta Mirror Desk : গত কয়েক সপ্তাহে মোট চারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন। কিন্তু মোদি তাঁর সঙ্গে কথা বলতে রাজি হননি। এমনটাই দাবি করা হয়েছে জার্মান সংবাদপত্র ‘ফ্রাঙ্কফুর্টার অলজেমাইন’-এ।
ওই সংবাদপত্রের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে তোপ দেগেছিলেন। স্বাভাবিকভাবেই মোদি তা ভালো চোখে দেখেননি। গত ১০ আগস্ট তিনি ট্রাম্পের এহেন মন্তব্যের সমালোচনা করেন। জানান, ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির একটি হয়ে ওঠার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ট্রাম্প চাইছেন বিশ্বের অন্যান্য দেশগুলি আমেরিকার উপর নির্ভরশীল হোক। কিন্তু মোদি তাতে রাজি হননি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। অন্যদিকে, দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তি সম্ভব নয়, এমনটাও জানিয়ে দিয়েছে ট্রাম্প। একইসঙ্গে ভারতের উপর ৫০ শতাংশের শুল্কের বোঝাও চাপিয়েছেন।
প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের দাবি, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি ইউরোপীয় ইউনিয়ন, চিন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে। আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। স্পষ্টভাবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে কম দামে তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত।