পুজোর আনন্দ মাটি করতে আসছে অসুর বৃষ্টি দেখছি

0
14

The Calcutta Mirror Desk: আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। কিন্তু পুজোর আগে বাঙালি যেন ভুলে যায় এই প্রবাদ প্রবচন। পুজোর কয়েকটা দিন কেমন থাকবে আবহাওয়া তা জানার জন্য উৎসুক হয়ে থাকেন সাধারণ মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত প্যান্ডেল হপিং খাওয়া-দাওয়া এসব তো লেগেই থাকে। কিন্তু বৃষ্টি এলে যে সবকিছু শেষ। প্রচণ্ড গরমে একাকার অবস্থা সাধারণ মানুষের। তবে বৃষ্টি চাইছেন না কেউ। তবে এই পূজার মধ্যেই উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

ভাসবে উত্তর দক্ষিণ:

শুক্রবার থেকেই আকাশ হবে মেঘলা। সন্ধ্যার পর থেকে কলকাতা এবং সংলগ্ন অঞ্চল গুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর বলছে সাগরে কোন নিম্নচাপ না থাকলেও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা জলীয় বাষ্প ঢুকে পড়ছে স্থলভাগে। বাংলা জুড়ে চলবে তুমুল বৃষ্টি। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কবে থেকে বৃষ্টি:

শনিবার থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুর দুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে মিলবে না মুক্তি। মহালয়া পর্যন্ত চলবে বৃষ্টির দাপট। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ থাকবে অনেকটাই বেশি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here