The calcutta mirror desk: ভারত আত্মনির্ভর হতেই ব্যবহার বেড়েছে বিভিন্ন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম গুলির। ফোন পে জি পে থেকে ইউপিআই বিভিন্ন মাধ্যমে বাড়ছে লেনদেনের সংখ্যা। সহজ এবং ঝঞ্ঝাট বিহীন লেনদেন মানেই লোকে ভরসা করে ফোন পে জি পে ইউপিআইকে। তবে এবার এই লেনদেনে আসছে পরিবর্তন। আগামী ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে এই পরিবর্তন আসবে। না জানলে বিপদে পড়তে পারেন আপনি। ৫ লক্ষ টাকা পর্যন্ত এবার পরিশোধ করা যাবে বিল। একই লেনদেনে পাঁচ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারেন সহজেই
ঋণ এবং ইএমআই:
। ঋণ এবং ইএমআই ক্ষেত্রে এক লেনদেনে পাঁচ লাখ টাকা এবং দৈনিক লেনদেন ১০ লাখ টাকা পর্যন্ত করা যাবে। গয়না কেনার সীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে দুই লাখ টাকা। ডিজিটাল লেনদেনের সাহায্যে ৫ লাখ টাকা পর্যন্ত করা যাবে ফিক্সড ডিপোজিট। আইপিও আবেদনে পাঁচ লাখ টাকা পর্যন্ত সীমা রাখা হয়েছে যার হয়নি কোন পরিবর্তন। ঋণ ইএমআই বীমার প্রিমিয়াম গহনা ক্রয় ইত্যাদি ক্ষেত্রে লেনদেন হতে চলেছে আরো সহজ এবং ঝুঁকিহীন। ভারতীয় বিল পেমেন্ট সিস্টেমে বিদেশে লেনদেন করা যাবে ৫ লক্ষ টাকা পর্যন্ত!
বাড়েনি লেনদেনের খরচ:
ইউপিআই লেনদেন যাতে সাধারণ মানুষের কাছে আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে তার জন্যই এই বিশেষ ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। তবে ইউপিআই লেনদেন ে খরচ বাড়ার সম্পর্কিত যে সংবাদ পরিবেশিত হয় তা বাস্তবে কার্যকর হয়নি বলেই জানা গিয়েছে। মধ্যবিত্তদের কথা ভেবে ইউপিআই লেনদেনে কোন অতিরিক্ত খরচ রাখা হয়নি। ক্যাশবিহীন পেমেন্ট এবং লেনদেন যাতে ঝুঁকিপূর্ণ এবং ঝঞ্ঝাট বিহীন হয় তার জন্যই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে।