The Calcutta mirror desk:ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতির দৌড়ে প্রথমে ছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। কিন্তু এই দৌড়ে তিনি নাম লেখাবেন না বলে আগেই জানিয়ে দেন। তারপর মুখে মুখে ঘোরে বাংলার দাদা সৌরভ গাঙ্গুলীর নাম। উল্লেখ্য বৃহস্পতিবার একটি মিডিয়া বিবৃতিতে শচীন টেন্ডুলকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতীয় বোর্ডের সভাপতি হওয়া নিয়ে যে জল্পনা চলছে এরকম কিছুই ঘটেনি। গুজব ছড়ানো থেকে সকলে বিরত থাকুন আবেদন জানানো হয়েছে মাস্টার ব্লাস্টারের তরফে।
কি জানাচ্ছে ক্রিকেট বোর্ড:
ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই বোর্ড নির্বাচনে কারা কারা থাকবেন তা প্রকাশিত হয়ে যাবে। উল্লেখ্য ভারতীয় ক্রিকেট বোর্ডে গত দুই বছরের প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রজার বিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের হবু প্রেসিডেন্ট যে হবেন না শচীন টেন্ডুলকর সেটা এক প্রকার নির্ধারিত হয়ে গিয়েছে। ৭০ বছর পেরিয়ে যাওয়ায় রজার বিনি আর এই পদের স্থলাভিষিক্ত হতে পারবেন না। সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে নাম উঠে আসছে ভিভিএস লক্ষণ, রবি শাস্ত্রী রাহুল দ্রাবিদের।
কে হবেন বোর্ড প্রেসিডেন্ট:
আগামী ২/১দিনের মধ্যেই জানা যাবে কে পেতে চলেছেন এই কাঙ্ক্ষিত পদ। বোর্ড পদ অধিকারী হিসেবে প্রার্থীরা মনোরম জমা দিতে পারবেন ২০ এবং ২১ সেপ্টেম্বর। প্রার্থী ঘোষণা করা হবে ২৩ সেপ্টেম্বর! এই বোর্ড সভায় সিএবির প্রতিনিধিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি প্রতিনিধিত্ব করায় স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে ফের ভারতীয় ক্রিকেট বোর্ডের মাথায় বসতে পারেন বাংলা দাদা সৌরভ গাঙ্গুলী