The calcutta mirror desk: পুজোর মৌসুমে নেপাল যাওয়ায় ভাটা। পুজো মানেই লম্বা ছুটি। আর এই লম্বা ছুটিতে যদি বেড়াতে যেতে চান পাহাড়ি রাজ্য সিকিমে তবে এখনই গুছিয়ে ফেলুন ব্যাগপত্তর। ৮ই সেপ্টেম্বর থেকে খুলে গেল উত্তর সিকিম। আর নেই প্রাকৃতিক দুর্যোগের ভয়। উত্তর সিকিমের লাচুং ইয়ুমথাং ভ্যালি এবং জিরো পয়েন্টের মতন জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলি এবার উন্মুক্ত হয়ে গেল পর্যটকদের জন্য। এতদিন সিকিম মানেই ছিল নিস্তব্ধতা ভয়। তবে এবার সিকিমে ভ্রমণপিপাসুদের ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে ন্যাশনাল হাইওয়ে ১০ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল! যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। গাড়ি চালক থেকে স্থানীয়দের পড়তে হয়েছিল চরম সমস্যায়। তবে উত্তর সিকিম ভ্রমণে এবার নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে।
সিকিম প্যাকেজ:
গ্যাংটক থেকে সংকালাং সেতু পার হয়ে টুং ব্রিজ অতিক্রম করতেই হবে। সিকিমের পর্যটন ব্যবসায় গত কয়েক বছর ধরেই ভাটা পড়েছিল। তবে এবার নতুন করে আশার আলো দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। প্রায় ১০ থেকে ১৫ দিনের ছুটিতে সিকিমে বেরিয়ে আসতে পারবেন ভ্রমণ প্রিয় বাঙালিরা। আগামী ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস খুলে দেওয়া হবে ডোকালাম সীমান্ত। এই জায়গাটিকে বিশেষভাবে রণভূমি পর্যটন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
খুলছে ডোকালাম:
প্রাথমিক সমীক্ষাও চালানো হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন লাচুং লাচেন সহ এই ডোকালাম যদি পর্যটকদের জন্য খুলে যায় তবে সেটা হবে সোনায় সোহাগা। পর্যটকরা একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য চেটেপুটে লেহন করতে পারবেন ঠিক তেমনভাবেই উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যের পর্যটন ব্যবসা হবে আরও প্রসারিত।