পাকিস্তান চীনকে শায়েস্তা করতে ভারতীয় নৌবাহিনীর বড় পদক্ষেপ, আসছে হাজার কোটির সাবমেরিন

0
11

The Calcutta mirror desk: পাকিস্তান এবং চীনকে নাস্তানাবুদ করবে ভারত। ২০৩৫ সালের মধ্যে ২০০ টিরও বেশি যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন গড়ে তুলবে ভারতীয় সেনা। শক্তিশালী ব্লু ওয়াটার নেভি টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হবে এই যুদ্ধ জাহাজগুলি। ইতিমধ্যেই ৫৫ টি যুদ্ধজাহাজ তৈরি প্রায় শেষের পথে । উল্লেখ্য চীন এবং পাকিস্তানের সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত হয়ে রয়েছে ভারত বর্ষ। নেওয়া হচ্ছে একাধিক শক্তিশালী পদক্ষেপ। তবে স্থলের তুলনায় জলে ভারতকে পর্যুদস্ত করার জন্য এই দুই প্রতিবেশী দেশ উদগ্রীব হয়ে রয়েছে।

 

১৭ টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, ২ টি এসএসবিএন পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন তৈরি করা হচ্ছে। এছাড়া তৈরি হবে ৭ টি আধুনিক মালটি রোল স্টেলথ ফ্রিগেট,৮ টি এন্টি সাবমেরিন করভেট এবং ১২ টি মাইন কাউন্টার মেজার ভেসেল। রায় ৯৯ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় করে এই যুদ্ধ সামগ্রী গুলি প্রস্তুত করা হচ্ছে। রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সাহায্য নিয়েই তৈরি করা হবে এই রনতরি গুলি।

অর্থনৈতিকভাবে ভারতে মজবুত করতে বিরাট ভূমিকা নেবে এই রনতরীগুলি। এগুলি ডিজাইন নির্মাণ এবং পরিচালনা করবে ভারত। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় পাঁচ ছটি শিল্পে কর্মসংস্থান হবে বলেই মনে করা হচ্ছে। পুরনো জাহাজ গুলিকে নতুন করে রিপ্লেস করা হবে। আগামী কয়েক দশকে ভারতীয় নৌবাহিনী আরো পরিপূর্ণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here