রাতে সাপের স্বপ্ন দেখছেন! ভয় নাকি সৌভাগ্যের ইঙ্গিত

0
23

The Calcutta mirror desk: রাতে ঘুমালেই নানান রকম স্বপ্ন দেখি আমরা। কোন স্বপ্ন হয় সুখের আবার কোনটা ভয়ের। ঠিক তেমনি সাপের স্বপ্ন দেখলে ভয়ে সিটিয়ে উঠি আমরা। কিন্তু বারবার এই বিষধর সাপের স্বপ্ন দেখছেন কি আপনি। জানেন কিসের সংকেত পাচ্ছেন। রাতের বেলা সাপের স্বপ্ন দেখার শুভ নাকি অশুভ। সাধারণত রাতে ঘুমালেই আমরা নানান রকম অদ্ভুত স্বপ্ন দেখে থাকি। তবে হিন্দু ধর্ম অনুযায়ী সাপের স্বপ্নের কিছু আলাদা মহত্ত্ব রয়েছে। স্বপ্নে সাপ দেখা আদৌ কি শুভ। অনেকেই রাত্রে স্বপ্ন দেখেন সাপের এর অর্থ কালসর্প বা পিতৃ দোষ রয়েছে আপনার জন্ম কুণ্ডলীতে। এই দোষগুলিকে অবশ্যই শান্ত করা উচিত নইলে পড়তে হবে বিপদে। স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি কেউ স্বপ্নে সাপ দেখেন তবে তা অত্যন্ত সুখকর। এই স্বপ্ন ইঙ্গিত দেয় খুব তাড়াতাড়ি কোন সমস্যার সমাধান হতে চলেছে। সাপ এবং বেজি একে অপরের শত্রু। তাই কেউ যদি সাপ এবং বেজির লড়াই দেখতে পান তবে বুঝতে হবে বাস্তবে কোন বিপদে জড়িয়ে পড়তে চলেছেন আপনি। কোন আইনি ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি দেখা যায় আপনাকে কোন সাপ তাড়া করছে তবে মনে রাখতে হবে এটি অবশ্যই একটি অশুভ ইঙ্গিত। অনেক সময় দেখা যায় সাপ দেখে একজন মানুষ প্রাণপনে দৌড়ে যাচ্ছেন এর অর্থ হলো খুব তাড়াতাড়ি একটি শুভ সংবাদের পিছনে ছুটতে হবে আপনাকে। অর্থাৎ সাপ দেখে দৌড়ে বেড়ানো একটি শুভ লক্ষণ বলে পরিগণিত হয়।। স্বপ্নে যদি দেখা যায় কোন সাপ আপনাকে কামড়াচ্ছে তবে তা অত্যন্ত শুভ লক্ষণ। শীঘ্রই জীবনে আসবে সমৃদ্ধি এবং অর্থবারি বর্ষিত হবে। হিন্দু শাস্ত্র এবং সমুদ্র সাস্ত্র অনুযায়ী সাপের স্বপ্ন দেখা মোটেই অশুভ নয়। বরং এই সাপ দেখার অর্থ তা বিশেষ তাৎপর্য বহন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here