The Calcutta Mirror Desk :
দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকা তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রবিবার ৷ অসমেও তীব্র কম্পন অনুভূত হয়েছে ৷ রিখটার স্কেলে যার মাত্রা ছিল 5.8 মাত্রা ৷ ভূমিকম্পের জোর ধাক্কা এসেছে অসমেও এমনটাই জানিয়েছে অসম সরকারের আধিকারিকরা।
প্রাথমিকভাবে অবশ্য কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে রাজ্য সরকার। তবে কম্পন টের পেতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভয়ে অনেকে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এদিন বিকেল 4টে 41 মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল গুয়াহাটির কাছে উদালগুড়ি জেলায়, এমনটাই জানিয়েছেন অসম প্রশাসন। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার নীচে। উল্লেখযোগ্যভাবে, এই সময় অসম সফরেই আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সময় এমন ভূমিকম্পে যথেষ্টই চিন্তিত অসম সরকার ৷ অন্যদিকে, অসমে কম্পনের রেশ এসেছে পশ্চিমবঙ্গেও ৷
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, X-এ একটি পোস্টে লিখেছেন, “ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উদালগুড়ির কাছে। এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আমরা সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”