The Calcutta Mirror Desk :
কেপি শর্মা ওলির জমানায় ভারত-নেপাল সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল। সীমান্ত সমস্যা, চিনের সঙ্গে ঘনিষ্ঠতা – উত্তাপ বাড়ছিল ক্রমশ। তবে নেপালের জেন জ়ি-রা ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায়। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন জেন জ়ি-দের নিয়ে তৈরি কোর কমিটির সদস্য তানাকা ধামি এবং অর্জুন শাহি। মুখ খুললেন হিন্দু রাষ্ট্রের জল্পনা নিয়েও।
ফেসবুক, এক্স, ইউটিউব-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার প্রতিবাদে রাজপথে নেমে আসে নেপালের তরুণ প্রজন্ম। শুরু হয় বিক্ষোভ, প্রতিবাদ। চলে অবাধে লুটপাট, অগ্নিসংযোগ। তবে শুধু সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা নয়, এর পিছনে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভও। সঙ্গে রাজনৈতিক নেতাদের অপশাসন। নেপালের তরুণ প্রজন্মের দাবি এমনই।