নবরাত্রীর আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই জিনিসগুলি, বাড়িতে প্রবেশ করবে অশান্তি

0
38

The calcutta Mirror Desk:আর মাত্র কয়েকদিন পর পুজো আর পূজো আসতেই বাড়িঘর সাফাইয়ের কাজ শুরু করে দেন বাঙালি। পুজোর সময় বাড়িতে আগমন হয় অতিথিদের। মায়ের সাথে সাথে বাড়ি সেজে ওঠে এক নতুন ছন্দে। তাইতো পুজোর আগেই ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন বাঙালি। চলছে পিতৃপক্ষ আর কয়েকদিন পরেই পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃ পক্ষের সূচনা হবে। মহালয়ার দিনেই মাতৃ পক্ষের আবাহন হবে। তবে তার আগে ঘর সাজাতে গিয়ে এই ভুলগুলো করছেন না তো। এমন করলে পিতৃ দোষ থেকে পাবেন না মুক্তি। ঘর পরিষ্কার করবেন তো মহালয়ার আগে। তবে এই নবরাত্রি উৎসব এর আগে ঘরে কোন কোন জিনিস রাখবেন না তা জেনে নিন। নবরাত্রি দিন মা স্বয়ং ভক্তদের মধ্যে বসবাস করেন। ২২ শে সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে এই নবরাত্রি। নবরাত্রি চলবে ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত! ঘর থেকে বেশ কিছু জিনিসপত্র বের করে ফেলুন রাতারাতি! যেমন ভাঙ্গা বাসনপত্র খেলনা ইলেকট্রিক জিনিসপত্র! এর ফলে অশুভ লক্ষণ দেখা দিতে পারে ঘরে! এছাড়া ঘরে যদি ভাঙ্গা আয়না থাকে তবে তাড়াতাড়ি সেই আয়না বাইরে বার করে দিন। ঠাকুর ঘরে ঠাকুরের কোন ভাঙ্গা মূর্তি রাখলে চলবে না। তার কারণ ঠাকুর ঘরে ভাঙ্গা মূর্তি থাকলে তা নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়ে দেয় গোটা বাড়িতে। এর ফলে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে বাড়ির মধ্যে। নবরাত্রি আগে যদি বাড়িতে কোন বন্ধ ঘড়ি থাকে তবে সেই ঘড়িও বার করে দিন। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে বন্ধ ঘড়ি রাখা উচিত নয়। এছাড়া ঘর থেকে পুরনো এবং ছেঁড়া কাপড় সরিয়ে দিন। পুরনো বাক্স আসবাবপত্র ইত্যাদি সরিয়ে দিন বাড়ি থেকে। এটা না করলে রুষ্ট হতে পারেন দেবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here