The Calcutta Mirror Desk :
এশিয়া কাপে ভারতের গ্রুপ দেখার পর মনে হয়েছিল যদি কোনও দল ভারতকে বেগ দিতে পারে তারা পাকিস্তান। কিন্তু পুরোনো পাকিস্তান যে এখন কাগুজে বাঘ সেটা প্রমাণিত হলো। অনেক তর্জন-গর্জন করে খেলতে নেমে মুখ থুবড়ে পড়ল তারা। সহজেই জিতে গেল টিম ইন্ডিয়া। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই বাজিমাত করল সূর্যকুমার যাদব ব্রিগেড। ফলে ১৫.৫ ওভারে সাত উইকেটে জিতে গেল ভারত। এই ম্যাচটা জিতে গ্রুপ B-তে শীর্ষে রইল সূর্যরা।