কিভাবে নিজেকে সাজাবেন লাল শাড়িতে, জেনে নিন চ্যাট জেমিনির গোপন কথা

0
9

বিভিন্ন সময় নানান ট্রেন্ডে গা ভাসান ফেসবুক ব্যবহারকারীরা। কখনো ঘিবলি আর্টে তৈরি হচ্ছে ছবি কখনো আবার ভারতীয় ছবিকে বানিয়ে দেওয়া হচ্ছে রাশিয়ান। এবার ফেসবুক জুড়ে সকলের ডিপি প্রায় এক। লাল শাড়ি এবং লাল পাঞ্জাবি। আবার কারো কারো মাথায় গোঁজা রয়েছে ফুল। যেন সাবেকিয়ানার ছোঁয়া লেগে গিয়েছে। সবটাই হচ্ছে জেমিনি এ আই এর কৃপায়। এই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটার সঙ্গে কম বেশি এখন সবাই পরিচিত। আপনিও কি এভাবে নিজেকে সাজিয়ে তুলতে চান। লালে লাল করে নিজেকে লালিমায় মাখিয়ে তুলতে চান? কিভাবে তৈরি করবেন এই ছবি। পোশাক থেকে চুল মেকআপ সবকিছুই তৈরি হবে আপনার মতই। শুধু একবার জেমিনিকে বলতে হবে কিভাবে তৈরি করতে হবে আপনাকে। প্রথমে জেমিনি এআই খুলুন। এরপর বামদিকে একটি প্লাস চিহ্নে গিয়ে ছবি আপলোড করে দিন। সেখানে লিখতে হবে কনভার্ট 4k HD realistic A stunning portrait of a young woman with long dark hair cascading over her soldiers. She is wearing a translocant aleasant saree wrapped over one shoulder…. ঠিক এভাবেই দিয়ে দিন ইন্সট্রাকশন। আপনি যে রঙের শাড়ি চান বা যেমন হেয়ারস্টাইল চান সবটাই পেয়ে যেতে পারেন। নিজের মনের মতন যদি নিজেকে সাজাতে চান তবে এখন আর ভরসা করতে হবে না মেকআপ আর্টিস্টদের উপর। নিজেই নিজেকে সাজিয়ে তুলতে পারবেন এমন আঙ্গিকে। প্রযুক্তির কিছু কষরতে আপনিও হয়ে উঠতে পারেন নিজের অচেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here