চরম বর্বরতা ! বাংলাদেশে দুর্গামন্ডপে জেহাদি হামলা

0
61

The Calcutta Mirror Desk : 

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার আবহে অন্তর্বর্তীকালীন মহম্মদ ইউনূস সরকারের অধীনে পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। কিন্তু তবুও ধর্মীয় সহনশীলতার প্রশ্নে দেশজুড়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। দুর্গাপুজোকে ঘিরে প্রতিবারের মতো এ বারও প্রতিমা ভাঙচুরের ঘটনা সামনে এল কুষ্টিয়ার মীরপুর উপজেলায়। রবিবার রাতে দুষ্কৃতীরা হামলা চালায় স্বরূপদহ পালপাড়ার দুর্গামন্ডপে। পুজো কমিটি ও স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, মন্ডপে থাকা প্রতিমার মধ্যে কার্তিকের হাত ও গলা, সরস্বতীর হাত ও মুকুট ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি সরস্বতীর বাহন রাজহাঁস এবং কার্তিকের বাহন ময়ূরও ভাঙচুর করা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

বাংলাদেশের ফের পুজোমন্ডপে ভাঙচুর

পুলিশ জানায়, রবিবার সন্ধে আটটা নাগাদ হালকা বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা ছিল। সেই সুযোগেই হামলাকারীরা মন্ডপে ঢুকে ভাঙচুর চালায়। শুধু তাই নয়, নিরাপত্তার জন্য লাগানো আইপি ক্যামেরা এবং মেমোরি কার্ড খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ফলে ঘটনাস্থলের কোনো ভিডিও প্রমাণ পাওয়া যায়নি। খবর পাওয়ার পরপরই পুলিশ ও র‌্যাফ ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করে (Bangladesh)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here