যাদবপুর সাফ করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী !

0
13

The Calcutta Mirror Desk : 

এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যের স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে ফের এক ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনা নিয়ে সেখানকার সার্বিক সুরক্ষা প্রশ্নের মুখে। যাদবপুরের ঘটনা নিয়ে মুখ খুলে সেখানকার বাম ছাত্র সংগঠনকে একহাত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দিন কয়েক আগেই এক ছাত্রী জলে ডুবে মারা গিয়েছেন। তাঁর মৃত্যু ঘিরে এখনও পুরো রহস্য কাটেনি। ফের একবার স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “যাদবপুরে বৈঠক করে কোনও লাভ হবে না। ওখানে CCTV-ও লাগাতে দেবে না, বন্দে মাতরম গাইতে দেবে না। যাদবপুরে যারা আলট্রা-লেফট, যারা সংবিধান মানে না, যারা মাকু, যারা হোরোইন, চরসের আখড়া করেছে ওখানে, মমতা বন্দ্যোপাধ্যায় এদের লালিত পালিত করেন। কারণ, ভোটের সময় এরা ‘নো ভোট টু’ মোদী বলেন। BJP-কে আনুন, একদম সাফ করে দেব আমরা। যত পার্থেনিয়াম আছে যাদবপুরে, আমরা পরিস্কার করব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here