The Calcutta Mirror Desk :
দূরের জিনিস দেখতেও তেমন স্পষ্ট লাগে না। চশমা ছাড়া আর গতি নেই–বয়স চল্লিশের কোঠা পেরিয়েছে কি এই সব সমস্যায় জেরবার অধিকাংশ মানুষ। কিন্তু বিজ্ঞানের অগ্রগতি চমক দেখিয়েছে। বিজ্ঞানীরা এমন একটি নতুন আই ড্রপ তৈরি করেছেন, যার ব্যবহারে আর লাগছে না চশমা। রিডিং গ্লাস ছাড়াই পড়ে ফেলা যাচ্ছে খুদে খুদে লেখা। সাফ দেখা যাচ্ছে কাছের জিনিস, এমনকী, দূরের জিনিস দেখতে খুব কিছু সমস্যা হচ্ছে না।
সাধারণত কাছের জিনিস দেখার ক্ষেত্রে সমস্যা তৈরি হলে তাকে বলা হয় প্রেসবায়োপিয়া। চল্লিশ পেরোলে বা আরও বেশি বয়স যাঁদের, তাঁদের ক্ষেত্রে এটা দেখা যায়। চোখের পেশির স্থিতিস্থাপকতা কমে যাওয়ায় কোনও কিছু ‘ক্লোজ-আপে’ বা কাছাকাছি দেখতে সমস্যা হয়। হ্যাঁ, চশমা পরলে সেই সমস্যা কমে, সার্জারি করালেও সমস্যার সমাধান হয় বটে। তবে এমনও অনেকে আছেন, যাঁরা চশমা পরতে চান না বা সার্জারির খরচ সামলানো তাঁদের পক্ষে দুরূহ। এঁদের জন্য এই নতুন আই ড্রপটি বেশ কাজের হতে পারে। পাইলোকার্পিন এবং ডাইক্লোফেনাক-সমৃদ্ধ এই ড্রপটির প্রয়োগ ইএসসিআরএস-এর সমীক্ষায় ৭৬৬ জনের উপর করা হয়েছিল। দিনে দু’বার ড্রপ দেওয়া হত, সাধারণত ঘুম থেকে ওঠার পর একবার এবং তার ছ’ঘণ্টা পর একবার।