প্রাইমারি স্কুলে বিপুল নিয়োগ, পুজোর আগেই মিলবে চাকরি

0
75

The Calcutta mirror desk: পুজোর আগেই বড় নিয়োগ। রাজ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। নিয়োগ করা হবে প্রাথমিক স্কুলে। প্রাথমিক স্কুলের স্পেশাল এডুকেটার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাইমারি এডুকেশন বোর্ড। আবেদন পত্র জমা করতে হবে অনলাইনে সেখানে অ্যাপ্লিকেশন এবং ফর্ম সংগ্রহ ও জমা করবার তারিখ জানিয়ে দেওয়া হবে। সরকারি সাহায্য প্রাপ্ত প্রাথমিক স্কুলগুলিতে এবং জুনিয়ার বেসিক স্কুলে এই নিয়োগ করা হবে। প্রায় ২৩০৮ পদে নিয়োগ করা হবে। তবে আবেদন করতে গেলে অবশ্যই প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা ইতিমধ্যে প্রাইমারি টেটে সফল হয়েছেন তারাও এপ্লাই করতে পারবেন সহজেই। নিয়োগ প্রক্রিয়ার জন্য নতুন করে পরীক্ষা নেওয়া হতে পারে। প্রাইমারি টেট ইন্টারভিউ এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন সবমিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ডি এল এড ইন স্পেশাল এডুকেশন বিষয়ে ডিপ্লোমা এবং সমমানের ডিগ্রী থাকলে তবেই আবেদন করা যাবে। বিশেষভাবে সক্ষমদের জন্য ছমাস প্রশিক্ষণ বাধ্যতামূলক। যদি এই ডিগ্রী না থাকে তবে সরাসরি আবেদন করা যাবে না। উল্লেখ্য স্পেশাল এডুকেটর নিয়োগের মাধ্যমে বিশেষভাবে সক্ষম শিশুদের পড়াশোনার আরো মান উন্নয়ন করাতে চাইছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত এই প্রথম নয়, গত মাসেও মাধ্যমিক শিক্ষা পর্ষদ এই স্পেশাল এডুকেটার নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছিল। রাজ্যের বিভিন্ন মুক বধির ও বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের পড়ানোর অভিজ্ঞতা যাদের রয়েছে তারা নির্দ্বিধায় আবেদন করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here