ভোট দিতে পারবেন না হাসিনা ! বাদ তার পরিবার

0
12

The Calcutta Mirror Desk :

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদীয় নির্বাচন হবে। তবে সেই নির্বাচনে ভোট দিতে পারবেন না বাংলাদেশের ক্ষমতচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের দশ সদস্য। কারণ তাঁদের জাতীয় পরিচয়পত্র বা NID লক করে রাখা হয়েছে। বুধবার ঢাকায় বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় কমিশনের থেকে বরিষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, যে সব বাংলাদেশি নাগরিকের NID লক করা আছে তাঁরা দেশের বাইরে থেকে নতুন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার অধিকার পাবেন না।

বাংলাদেশের নির্বাচন কমিশনের সচিব বলেন, ‘সংসদ নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অব কান্ট্রি ভোট হবে। যারা প্রবাসে আছেন, তারা অনলাইনে নিবন্ধন করবেন। এর জন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।’

শেখ হাসিনা ভোট দিতে পারবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ওঁর তো NID লক আছে। যাদের NID লক আছে তারা কেউই ভোট দিতে পারবেন না।’ কমিশন জানিয়েছে, মামলা এড়াতে বা অন্য কোনও কারণে বাংলাদেশ থেকে পালিয়ে বা অন্য কোনও কারণে যে সব বাংলাদেশি বিদেশে আছেন, তারা সকলেই ভোট দিতে পারবেন। তবে তাদের NID এনআইডি আনলক অবস্থায় থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here