মোদীর জন্মদিনে বিশেষ উপহার পাঠালেন লিওনেল মেসি! কি সেই উপহার জানেন

0
6

The Calcutta mirror desk: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন্মদিনে গোটা দেশজুড়ে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছিল! একদিকে যেমন আয়োজিত হয়েছিল ফুটবল টুর্নামেন্ট অন্যদিকে বিভিন্ন সেবামূলক কর্মসূচি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বিরোধী থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা। একই সাথে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তার দলের কর্মী থেকে নেতৃত্বরা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়ে আবেগঘন মেসেজ পাঠিয়েছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিনে উপহার পাঠিয়েছেন তিনি। ডিসেম্বরে ভারতে আসছেন লিওনেল মেসি। এ কথাও জানিয়েছেন তিনি। লিওনেল মেসি ফুটবলের রাজপুত্র এ কথা কে না জানে। তিনিও এক বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। ডিসেম্বরে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি এই কথাও বলেন। উল্লেখ্য ভারতের প্রধানমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা জানানো এবং ভবিষ্যতে ভারতে এসে তার সাথে দেখা করার এই যোগসূত্রের অন্যতম কারিগর স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। তিনি জানান আমরাই ফুটবলের রাজপুত্রকে জানিয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের কথা। আর সেই মতোই আর্জেন্টাইন সুপারস্টার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে একটি জার্সিতে প্রধানমন্ত্রী লিওনেল মেসি । ১২ ই ডিসেম্বর কলকাতা থেকে শুরু হচ্ছে মেসির সফর। এরপর আহমেদাবাদ মুম্বাই এবং দিল্লিতে যাবেন তিনি। ১৫ ই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।। এমনকি বিরাট কোহলি এবং শুভমান গিলের সঙ্গে দেখা করবেন তিনি। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বিরাট কোহলি এবং শুভমান গিলের সঙ্গে গোট কাপ খেলার কথা রয়েছে তার। গোট কনসার্টেও থাকবেন তিনি। মেসিকে দেখার জন্য কত টাকা দিতে হবে জানেন! মেসিকে দেখার জন্য দিতে হবে ৩৫০০ টাকা অর্থাৎ টিকিটের দাম শুরু ৩৫০০ টাকা থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here