বাংলাদেশে হঠাৎ মার্কিন সেনার আগমন ! চিন্তার ভাঁজ দিল্লির কপালে

0
14

The Calcutta Mirror Desk : 

বাংলাদেশে (Bangladesh) হঠাৎ মার্কিন সেনার (American Army) আগমন। বাংলাদেশের চিটাগং এয়ারপোর্টে দেখা গেল আমেরিকান এয়ার ফোর্সের সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমান (C-130J Super Hercules plane)। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বর্তমানে ভারত (India)-বাংলাদেশের (Bangladesh) মধ্যে উত্তেজনার মাঝে এমন খবর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নয়া দিল্লির। এর পরেই প্রশ্ন উঠছে কোন পথে এগোচ্ছে বাংলাদেশ?

মার্কিন এই বিমানটি কিভাবে সমস্ত রাডারের নজর এড়িয়ে চিটাগং এয়ারপোর্টে ল্যান্ড করল, তা নিয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। মূলত আমেরিকার (America) পক্ষ থেকে প্রায়শই এই সি-১৩০ জে হারকিউলিস বিমান (C-130J Super Hercules plane) বিভিন্ন দেশে রাডার সিগন্যাল অফ করে ল্যান্ড করার ইতিহাস রয়েছে।

মূলত অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার লক্ষ্যেই পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি। প্রশ্ন উঠছে, তাহলে কী বাংলাদেশে কোনও সামরিক সরঞ্জাম বাংলাদেশে পাঠাল আমেরিকা, উঠছে প্রশ্ন। পাশাপাশি প্রশ্ন উঠছে, কেন চিটাগাং বিমানবন্দরে এটি রাডার অফ করে ল্যান্ড করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here