The Calcutta mirror desk: পুজোতে হবে জম্পেশ খাওয়া দাওয়া। পাতে থাকবে মাছ মাংস মিষ্টি। বাঙালি মানেই মাছের পোকা। এর মধ্যে অন্যতম ইলিশ মাছ। ইতিমধ্যে ইলিশ মাছ ঢুকে পড়েছে বাংলায়। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশের ইলিশ মাছ চলে এসেছে পুজোর আগে। বুধবার রাতে বনগাঁ সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে প্রায় ৫০ মেট্রিক টন ইলিশ মাছ। অন্যান্য বছরে তুলনায় এ বছর অনেক কম পরিমাণে ইলিশ মাছ পাঠানো হয়েছে। বাজারে ইলিশের কেজি প্রতিটা দাম রয়েছে ১৬০০ থেকে ১৭০০ টাকা। তবে চাহিদা অনুযায়ী দাম বৃদ্ধি পেতে পারে বলছেন মাছ বিক্রেতারা। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছিল এই বছর পূজোর আগেই ভারতে পদ্মার ইলিশ পাঠিয়ে দেওয়া হবে আর সেই মতোই তারা পুজোর অনেক আগেই পাঠিয়ে দিয়েছে পদ্মার ইলিশ। ভারত সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে কলকাতার বাজার গুলিতে চলে আসছে পদ্মার ইলিশ। বুধবার রাতে বাংলাদেশ থেকে দশটি গাড়ি পৌঁছে গিয়েছে কলকাতায়। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে বৃহস্পতিবার থেকে ইলিশের আমদানি পরিমাণ অনেকটাই বাড়বে। ইতিমধ্যেই ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতে চলে এসেছে। বাংলাদেশ সরকারের তরফ থেকে জারি করা বিবৃতির পরেই ভোজন রসিকদের মুখে ফুটেছে হাসি। উল্লেখ্য ২০২১ সাল পর্যন্ত ভারতবর্ষে এসেছিল বাংলাদেশের ইলিশ। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ইলিশের রপ্তানি অনেকটাই কমে যায়। চলতি বছর অন্যান্য বছরে তুলনায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে ইলিশের রপ্তানি। ১২০০ টন রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।